বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ ১৪৩১
Smoking
 
অনেকক্ষণ এসিতে থাকলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
প্রকাশ: ০৪:৩৪ pm ০৪-০৩-২০১৭ হালনাগাদ: ০৪:৫৪ pm ০৪-০৩-২০১৭
 
 
 


আসছে অত্যাধিক গরম।অত্যাধিক গরম থেকে রেহাই পেতে বেশিভাগ মানুষ দিনের প্রায় অধিকংশ সময় এসির মধ্যে থাকে । বাসা, গাড়ী আর অফিসের সবসময় মধ্যে থাকে তারা। কিন্তু আপনি জানেন কি??? অনেকক্ষণ এসিতে থাকলে হতে পারে পারে আমাদের শরীরে নানাবিদ সমস্যা।

আর এই সমস্যা হলোঃ 

  • অনেকক্ষণ এসিতে থাকলে শরীরের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়।
  • দেহের প্রয়োজনীয় আর্দ্রতা টেনে নেয় এসির হাওয়া।
  • দিন দিন রুক্ষ-শুষ্ক হতে থাকে ত্বক।
  • দীর্ঘক্ষণ এসিতে থাকার কুপ্রভাব পড়ে চোখেও।
  • চোখ লাল হয়ে যাওয়া কিংবা চোখে ড্রাইনেসের মতো সমস্যায় পড়েন অনেকেই।
  • অনেকসময় এসি মেশিন থেকে হাওয়া বেরনোর ছিদ্রগুলি নিয়মিত ঠিকঠাক পরিষ্কার হয় না।
  • এসি মেশিনে হাওয়া বেরনোর মুখগুলিতে নোংরা জমে জন্ম নেয় বিভিন্ন ব্যাকটেরিয়া।
  • এসির ঠাণ্ডা হাওয়ার সঙ্গে ব্যাকটেরিয়া মিলেমিশে শরীরে নানা বিপদ ডেকে আনে।
  • টানা এসিতে থাকলে অনেকেরই শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়।
  • শরীরে নানা ইনফেকশনেরও কারণ হতে পারে এসির জীবাণু মিশ্রিত হিমেল হাওয়া।
  • এসির আরেক এফেক্ট, এর মধ্যে টানা কাজ করতে করতে অনেকেই মাত্রাতিরিক্ত ক্লান্তি অনুভব করেন।
 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT